ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

নড়াইলে বেশি দামে ফল বিক্রি করায় জরিমানা

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ১৭:৫৬ | আপডেট: ২০ মার্চ ২০২৪, ১৭:৫৭

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল বাজারের ফল মার্কেট এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ফল ক্রয়ের মেমোর সাথে বিক্রয়ে বেশি পার্থক্য থাকায়, বেশি দামে ফল বিক্রি করার অপরাধে কৃষি বিপনন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভাই ভাই ফল ঘরের প্রোপাইটার মমিনুর রহমানকে ১০ হাজার টাকা এবং অপর এক ফল ব্যবসায়ী আনিসুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ