ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

সাপের ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ১৭:৪৫

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাপের ছোবলে আনন্দ কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আনন্দ কুমার বিশ্বাস উপজেলার নবাবপুর ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে ও তেঁতুলিয়া বাজারের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি মাঠে ক্ষেত দেখতে যান আনন্দ। এসময় তাকে সাপে ছোবল দেয়। দ্রুত তাকে বাড়িতে এনে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে। এতে অবস্থার পরিবর্তন না হওয়ায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ