ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

কাউখালীতে যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ১৭:৪০

পিরোজপুরের কাউখালীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে মহিলা পরিষদ কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার, নারী নেত্রী মাহফুজা মিলি, সংগীতা সমাদ্দার, প্রভাতী মৃধা, চায়না মজুমদার, সাংস্কৃতিক কর্মী সুজন আইস প্রমুখ।

বক্তারা ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে দোষীদের আইনের আশ্রয় এনে শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, আর কোনো ছাত্রী যেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যৌন হয়রানির শিকার না হন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ