নাটোরের নলডাঙ্গায় পিপরুল ইউনিয়নের পাটুল পশ্চিমপাড়া গ্রামে মৃত আবুল কালামের ছেলে নূরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি ঘর। এ ঘটনায় মারা গেছে ছাগল, গরু, হাঁস, মুরগী ও কবুতর।
মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মেহেরুল ইসলাম।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন কলি জানান, রাতে পাটুল পশ্চিমপাড়া নূরুল ইসলামের বাড়িতে গোয়াল ঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় নগদ ১ লাখ টাকাসহ ৫টি ঘর।
খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল হাসান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোরুজামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ