ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

রাজশাহীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত, ভোগান্তিতে সাধারণ মানুষ 

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ১৫:৫৯

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বুধবার (২০ মার্চ) ভোর থেকে সব থেকে ভোগান্তিতে পড়েছেন খেটে-খাওয়া সাধারণ মানুষ ও পথচারীরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৮ মিলিমিটার রের্কড করা হয়েছে। তবে এই বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত টানা হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া আগামীকাল ও পরশুদিনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহীসহ বেশ কয়েকটি বিভাগের অনেক জায়গায় এবং কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ