ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভৈরবে চার লাখ টাকাসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ১৫:৫২

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকৃত ৪ লাখ টাকা উদ্ধারসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৯ মার্চ) রাতে শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ছিনতাইকারীরা হলেন- সোহাগ মিয়া (৩৫), সাদির মিয়া (২০), মো. আরিয়ান মিয়া (১৯) ও সাব্বির মিয়া (২৪)।

এসময় ছিনতাই হওয়া ৫ লাখ টাকার মধ্যে ৩ লাখ ৯২ হাজার একশ টাকা উদ্ধার করে পুলিশ।

বুধবার (২০ মার্চ) দুপুর ২টায় প্রেস কনফারেন্সের এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।

তিনি জানান, গত ১৭ মার্চ উপজেলার তুলাকান্দি গ্রামের হাজী রইছ মিয়ার ছেলে মোক্তার হোসেন (৪৮), মোটরসাইকেল যোগে ভৈরব রানীর বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বিকেল পৌনে ৬ টার দিকে চন্ডিবের ব্রিজের কাছে কয়েকজন ছিনতাইকারী অপর মোটরসাইকেলে এসে মোক্তার হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে তাকে মারধর করে। পরে তার কাছে ব্যাগে থাকা পাঁচ লাখ টাকা এবং একটি স্যামসাং স্মার্ট ফোন জোরপূর্বক ছিনতাই করে পালিয়ে যায়।

এঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে ভৈরব থানায় মামলা গ্রহণের পর ছিনতাইকারীকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ৩ লাখ ৯২ হাজার একশত টাকা উদ্ধার করে। অবশিষ্ট থাকা টাকা ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ৪ আসামির মধ্যে সোহাগ মিয়াকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য সকালে কিশোরগঞ্জ কোর্টে নেওয়া হয়েছে। বাকি তিন আসামিকে বিকেলে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ