ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত সিএনজি চালক

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ১৫:৪২

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে সিএনজি চালক। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোরদরগা এলাকায় বুধবার (২০ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে ও নীলফামারী মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী (৩৬) এবং সৈয়দপুর উপজেলার বাঙালিপুর নিজপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও জলঢাকা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের (৫২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল পৌনে নয়টার দিকে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি যাত্রী নিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিল। শহরের জোরদাড়গা এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক্টর সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নুর আলম ও আবু তাহের মারা যায়। এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালককে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নীলফামারী মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, নুরে আলম সিদ্দিকী আমার সহকর্মী ছিলেন। তিনি গত দুইদিন আগে আমাদের এই শাখায় যোগদান করেন।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান জানান, সকাল পৌনে ১০ টার দিকে রক্তাক্ত অবস্থায় দুইজনকে হাসপাতাল নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

নয়াশতাব্দী/এনএইচ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ