ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

কুকারে ভাত বসানোই কাল হল গৃহবধূর

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ১২:২৫

শেরপুরের নালিতাবাড়ীতে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯মার্চ) রাত ৯টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ তসলিমা বেগম (৩৫) ওই এলাকার এরশাদ আলীর স্ত্রী।

স্বজনদের তথ্যমতে, আনুমানিক রাত নয়টার একটু আগে এরশাদ আলীর স্ত্রী রান্নাঘরে বৈদ্যুতিক কুকারে ভাত রান্না করতে বসায়। সেই বৈদ্যুতিক কুকারে শর্ট সার্কিটের ফলে বৈদ্যুতিক বোর্ডে আগুন লেগে যায়। ঠিক তখনি সেই গৃহবধূ সুইচটি বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় ওই কুকার থেকে আগুন ছড়িয়ে পুড়ো টিনের রান্নাঘরের অনেক স্থানে ছড়িয়ে যায়। পরে বাড়ির অন্যান্য মানুষরা চিতকার করলে আশেপাশের মানুষ ছুটে এসে পানি ঢেলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসকে তা জানালে তারা দ্রুত এসে পুরো আগুনকে নিভিয়ে আনতে সক্ষম হয়। এ ঘটনার পরপরই সেই স্থানে পুলিশ ও জনপ্রতিনিধি পরিদর্শন করেন।

গৃহবধূ তসলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুরের ফায়ার সার্ভিস উপ-পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম ও হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ