অসহায় ছিন্নমূল রোজাদারদের মাঝে সাত রকমের নিত্য প্রয়োজনীয় ভোগ্যসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন সেনারা। মঙ্গলবার (১৯ মার্চ) খাগড়াছড়ি সদর জোনে পাঁচ শতাধিক অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে চাল, মুড়ি, ছোলা, চিনি, ডাল, সেমাই এবং নুডুলস।
অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে এসব ভোগ্যসামগ্রী বিতরণ করেন জোনের দুই’শ তিন পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সেনা জোনের কমান্ডার লে.কর্নেল আবুল হাসনাত জুয়েল।
ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, এবারের রোজায় ইফতার পার্টি না করেই আমরা সেই টাকা দিয়েই রোজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় দেড় হাজারের মতো বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ছিন্নমূল মানুষকে নিত্য প্রয়োজনীয় ভোগ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছি।
এছাড়াও নিয়মিত জেলার প্রত্যেকটি সেনা জোনে রোজার পবিত্রতা রক্ষার জন্য সেনাবাহিনী বরাবরের মতোই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ