ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপহরণ করে দলবদ্ধধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২৪, ২০:২৩

চট্টগ্রাম মহানগরীতে এক কিশোরীকে (১৫) অপহরণ করে দলবদ্ধধর্ষণের দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. মরিন প্রকাশ মরিু (৩৬) ও মো. জমরি (৩২)। তারা হালিশহর থানা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৭ মার্চ ওই কিশোরীকে হালিশহর থানার ছোটপুল পুরাতন রোডের একটি ভবনের সামনে পাকা রাস্তায় সাদা প্রাইভেট কারে তুলে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা।

পরে ওই মেয়ের পিতা হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নাহিদ আদনান তাইওয়ান এর সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আশরাফুল করিম ও ডবলমুরং জোনের সহকারী পুলিশ কমিশনার মুকুর চাকমা এর তত্বাবধানে হালিশহর থানার অফিসার ইনচার্জ মো. কায়সার হামেদির নেতৃত্বে হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ