চট্টগ্রামের সীতাকুণ্ডে চার বছর আগে যুবদল নেতা জামশেদ হত্যা মামলার প্রধান আসামি মো. মুরাদ (৩৬) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পৌর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইউপি সদস্য মো. মুরাদ মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি এটিএম গিয়াস উদ্দিনের ছেলে।
নিহত জামশেদ উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি হাসনাবাদ ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
জানা যায়, ২০২০ সালের ১১ নভেম্বর বিকেলে একদল সন্ত্রাসী জামশেদকে দেলিপাড়া সড়কের মাথা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। নিহত যুবনেতার স্ত্রী রুবি বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। এর আগে ঘটনার ৩ দিন পরও কোনো হদিস না পেয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জামশেদের স্ত্রী তার স্বামীকে উদ্ধারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান। ঘণ্টাখানেক পর দুপুরে জামশেদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের বিরোধ সৃষ্টি হয়।
এ ব্যাপারে নিহত যুবদল নেতা জামশেদের ছোট ভাই সাহাব উদ্দিন মুঠোফোনে তার ভাইয়ের হত্যার প্রধান আসামি মুরাদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ