নীলফামারীর সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রি করার অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের পাঁচমাথা মোড়ে (সোহেল রানা মোড়) অবস্থিত শাহী হোটেল ও ছামিদুল হোটেলে অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং ব্যস্ততম রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রির দায়ে এর মালিককে ১৫ হাজার টাকা ও অপর জনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা না টাঙানোর দায়ে মোবারক স্টোরের মালিকের দুই হাজার টাকা ও শাহাবুদ্দিন স্টোরের মালিকের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ