ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২৪, ১৮:০৪

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহবুবুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, টাঙ্গাইলের সখীপুর উপজেলার মহানন্দপুর কইষ্টা বাজার গ্রামের আসলামের ছেলে সাগর আহমেদ (২১) ও একই উপজেলার জিতাশহরি (মরিচকুড়ি চালা) গ্রামের মৃত আবু সাইদের ছেলে নাইচ আহমেদ ওরফে নাবিল (২১)।

এ মামলায় ফরহাদ হোসেন (১৯) নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলেন, সখীপুরের বাসারচালা এলাকায় ১৩ বছরের একটি মেয়েকে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে আসামি সাগর। ২০২২ সালের ২৯ জুন রাত ৯টার দিকে ও ৩০ জুন একই সময়ে আসামি সাগর ও নাবিল ওই মেয়েকে মোবাইল ফোনে বাসারচালা গ্রামের একটি জঙ্গলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই মেয়ে বাড়িতে এসে ঘটনা জানায়। মেয়েটির বাবা বাদি হয়ে ২ জুলাই সাগর, নাবিল ও ফরহাদকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামি সাগর ও নাবিল প্রথম দিকে জামিন পেলেও অভিযোগপত্র দাখিলের পর থেকে কারাগারে ছিল। আদালতে আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ