ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২৪, ১৭:৩৫

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মো. মনজুর রহমান ৫০) ও মোছা. মাহবুবা (৩৯) নামে দুই জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পৌর শহরের আমতলী মোড় বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

নিহত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মনজুর রহমান ও পঞ্চগড় জেলার নতুনবস্তি এলাকার মো. ময়নুল হকের মেয়ে মোছা. মাহবুবা।

ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, দুপুরে মোটরসাইকেলযোগে মো. মনজুর রহমান ও তার সহকর্মী মোছা. মাহবুবা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজনে গুরুত্ব আহত হন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ