নীলফামারীর ডোমারে নিজের শ্বশুরের নামে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক পুত্রবধূ (১৯)। সোমবার (১৮ মার্চ) সকালে থানায় এসে শ্বশুর অনিল চন্দ্র রায়ের (৫০) নামে মামলা দায়ের করেন ওই পুত্রবধূ।
মামলার প্রেক্ষিতে ডোমার থানার এসআই আবু বক্কর সিদ্দিক অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।
গ্রেপ্তার অনিল চন্দ্র রায় উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের গৌর সুন্দর ওরফে গোকুল চন্দ্র রায়ের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, দুই বছর আগে অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায়ের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার চিকনমাটি দোলাপাড়া গ্রামের জনৈক মানিক চন্দ্র রায়ের মেয়ের। বিয়ের পর থেকে স্বামীর বাড়িতেই বসবাস করতেন ওই নববধূ। গত ৭ মার্চ নববধূর স্বামী রনি চন্দ্র পেশায় স্যানিটারি মিস্ত্রী হওয়ায় বাড়ির বাইরে অবস্থান করেন। ওই সুযোগে রাতে শ্বশুর অনিল চন্দ্র রায় কৌশলে পুত্রবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত অনিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ