চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে সেচ প্রকল্পের অকেজো পাম্প দ্রুত সচল করার দাবিতে মানববন্ধন করেছে কৃষকসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ।
মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা চার তলার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা বলেন, এখন ধান,ভুট্টা সহ বিভিন্ন ফসলের ভরা মৌসুম। এ সময় সেচ পাম্প নষ্ট হওয়ায় কৃষকরা জমিতে পানি দিতে পাচ্ছেন না। এতে আবাদে ব্যঘাত ঘটছে। আমরা অবিলম্বে পাম্প চালুর দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- কৃষক জোটের জেলা সভাপতি সাবেক অধ্যক্ষ শাজাহান আলি, উপজেলা সভাপতি এমাদাদুল হক ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ