ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮ মার্চ) ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া এই অভিযান পরিচালনা করেন।
এ সময় পদ্মা স্পেশালইজড হাসপাতাল ও নিউ তুলি হাসপাতালকে ২টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. রহমাতুল্লা।
ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি যেসব প্রাইভেট হাসপাতাল গড়ে উঠেছে তার মান কেমন। যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে সনদ নিয়েছে কিনা। এছাড়াও ওষুধের মেয়াদ সহ বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখি। এ সময় পদ্মা স্পেশালাইজড হাসপাতালকে ৫ হাজার টাকা ও নিউ তুলি হাসপাতালকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ