ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ১৯:০৮

নাটোরে গৃহবধূকে ধর্ষণের পর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে রুবেল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব নাটোর ক্যাম্পের-৫ ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ মওদুদ।

রোববার (১৭ মার্চ) রাতে গুরুদাসপুর উপজেলার বিন্দা বনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল হোসেন গুরুদাসপুর উপজেলার দেবোত্তার গরিলা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতিত ওই গৃহবধূর শাশুড়ি ক্যানসারে আক্রান্ত। এ কারণে তার স্বামী গত ৭ ফেব্রুয়ারি শাশুড়িকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে সেখানে মায়ের সঙ্গে ছিলেন। ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে রাতে প্রতিবেশী রুবেল হোসেন তার বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে এর ভিডিও মোবাইলে রেকর্ড করে।

সম্প্রতি ওই ভিডিও দেখিয়ে গৃহবধূকে কুপ্রস্তাব দেয় ও সামাজিক মাধ্যমে ছড়িযে দেওয়ার হুমকিও দেয় রুবেল হোসেন। এর প্রেক্ষিতে গত ১৫ মার্চ ওই গৃহবধূ গুরুদাসপুর থানায় রুবেল হোসেনকে অভিযুক্ত করে মামলা করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা রোববার রাতে অভিযুক্ত রুবেল হোসেনকে গ্রেপ্তার করে।

র‌্যাব নাটোর ক্যাম্পের-৫ ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ মওদুদ বলেন, গ্রেপ্তার রুবেলকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ