ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

পুলিশের ওপর হামলা করে পালাতে গিয়ে কেটে গেল গোপনাঙ্গ

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ১৭:৫৫

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের উপর হামলা করে পালাতে গিয়ে এক প্রতাপশালী আসামির গোপনাঙ্গ কেটে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মধুখালী এ ঘটনা ঘটে।

গোপন অঙ্গ কেটে আহত হওয়া ওই আসামির নাম আহমদ কবির মানিক প্রকাশ সোনা (স্বর্ণ) মানিক (৩৬)। তিনি ওয়ারেন্টভুক্ত ১৭ মামলার পলাতক আসামি। এ ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় পরে পুলিশ অভিযান চালিয়ে গোপন অঙ্গ কেটে আহত হওয়া আহমদ কবির মানিক প্রকাশ সোনা (স্বর্ণ) মানিককে ছনুয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড মধুখালীর হাজী আলী মিয়া পাড়া থেকে রক্তাক্ত অবস্থায় গ্রেপ্তার করে।

এ সময় পুলিশ ডাকাত আহমদ কবির মানিক প্রকাশ সোনা (স্বর্ণ) মানিক থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি গুলির খোঁসা, দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ, নয় রাউন্ড কার্তুজের খোঁসা, একটি সুইচ গিয়ার ও একটি কিরিচ উদ্ধার করে। এ ঘটনায় বাঁশখালী থানার এসআই আহসান হাবিবসহ ৭ পুলিশ সদস্য আহত হয়।

পুলিশ জানায়, 'সোমবার ভোরে উপজেলার ছনুয়া ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত আহমদ কবির প্রকাশ সোনা (স্বর্ণ) মানিককে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বষর্ণ করে। পরে তার নির্মাণাধীন বিল্ডিং থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে রড, সিমেন্ট ও টিনের উপর পড়ে সোনা (স্বর্ণ) মানিকের গোপনাঙ্গ কেটে যায়। পরে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গোপন অঙ্গের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ইউরোলজি ওয়ার্ডে ভর্তি দেন। তার অবস্থা বর্তমানে গুরুতর বলে জানা যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, 'আহমদ কবির প্রকাশ সোনা মানিক দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে স্বর্ণের পাত্র (পাতিল) পেয়েছেন বলে খাটি স্বর্ণ দেখিয়ে বিশ্বাস স্থাপন করে বড় ধরনের প্রতারণা করে আসছিল। বড় অঙ্কের টাকা আত্মসাৎ করার পরিকল্পনায় ভুক্তভোগীদের অস্ত্রের মুখে আটকে রেখে নানা নির্যাতন করে মুক্তিপণ বা টাকা আদায় করে।'

তিনি আরও বলেন, 'সোমবার ভোরে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের উপর গুলি বর্ষণ করতে থাকেন। পরে তার নির্মাণাধীন বিল্ডিং থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে রড, সিমেন্ট ও টিনের উপর পড়িয়া মানিকের গোপন অঙ্গসহ শরীরের নানা অংশ কেটে যায়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইন ও পুলিশের উপর হামলায় দুটি মামলা রুজু করা হয়েছে। তাছাড়াও বর্তমানে আদালতে আসামির বিরুদ্ধে ১৬টি মামলা বিচারাধীন রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ