কুড়িগ্রামের উলিপুরে এক বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুকুল হোসেন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠনো হয়েছে।
এরআগে, রোববার (১৭ মার্চ) রাতে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুকুলকে আসামি করে থানায় মামলা করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই মুকুলকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের এলাকার ওই নারীর (৩৫) স্বামী সাড়ে চার বছর পূর্বে মৃত্যুবরণ করেন। এরপর থেকে ওই বিধবা নারী তার দুই শিশু সন্তানসহ কষ্টে দিনাতিপাত করছিলেন। তার অসহায়ত্বের সুযোগে প্রতিবেশী মোহাম্মদ আলীর ছেলে মুকুল হোসেন বিধবা ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই নারী বিষয়টি মুকুলের পরিবারকে অবগত করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর থেকে ওই নারীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন মুকুল। এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি দুপুরে ওই নারীর বাড়িতে একা পেয়ে মুকুল জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মুকুল পালিয়ে যায়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (১৮ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ