দশমিনায় ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন আহতের ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দশমিনা সদর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের বাবুলের ছেলে আবদুল গনি (২০), রফিক গাজীর ছেলে মো. রাকিব (১৮) এবং মো. আলাউদ্দিনের ছেলে মো . সোহাগ (২০)।
জানা যায়, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট ব্রিজের ঢালে আসলে মালবাহী একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সহ দুজন আহত হয়। আহত একজনের ডান পা ভেঙ্গে যায়। ট্রলি চালক পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা দশমিনা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিঠুন চন্দ্র হালদার বলেন, আহত তিনজনের মধ্যে আবদুল গনি ডান পা ভেঙেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বলা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে ট্রলি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রলি চালককে পাওয়া যায়নি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ