ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ১৫:০৯

টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি গঠন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) বিকেলে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ ইউনিটি গঠন করা হয়।

উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্রের সঞ্চালনায় কালিহাতীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আলোকিত প্রতিদিনের মনিরুজ্জামান মতিনকে সভাপতি ও প্রতিদিনের সংবাদের মুহাম্মদ মুনসুর হেলালকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আনিসুর রহমান শেলী (দৈনিক স্বাধীনমত), সুমন চন্দ্র ঘোষ (নিউজ মেইল); যুগ্ম-সম্পাদক মনির হোসেন (সময়ের আলো); জাহাঙ্গীর আলম (তরঙ্গ নিউজ); অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ (দৈনিক লাখো কণ্ঠ); সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম (আমার সংবাদ); দপ্তর সম্পাদক সেলিম রেজা স্বাধীন (দেশ রূপান্তর); ক্রীড়া সম্পাদক আবু সাইদ (এই বেলা); প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমিনুর রহমান (বাংলাদেশ সমাচার); আপ্যায়ন সম্পাদক দেবাশীষ কর্মকার (ইনতিজার); কার্যকরী সদস্য রশিদ আহাম্মদ আব্বাসী (বাংলাদেশ সময়), দাস পবিত্র (আমাদের সময়), সোহেল রানা (বাংলাদেশ বুলেটিন), ইমরুল হাসান বাবু (ঢাকা প্রতিদিন) ও অ্যাডভোকেট হুমায়ুন কবীর (যুগধারা)।

এছাড়া আরও কয়েকজন সাধারণ সদস্যপদ গ্রহন করেন।

নবগঠিত রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্তরা কালিহাতীর সাংবাদিকতার মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ