ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

যুবকের মাটি চাপা মরদেহ উদ্ধার 

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ১৪:২৬

জামালপুরের মাদারগঞ্জে সুমন (৩৪) নামে এক যুবকের মাটি চাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলা সিধুলি ইউনিয়নের তরপা শিমুল তলা মোড়ে জোড়া ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সুমন পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তিনি রোববার (১৭ মার্চ) রাতে তার বড় ভাইয়ের সাথে রাত ১১টা পর্যন্ত ছিলেন। পরে পান খাবার কথা বলে চলে আসেন। সোমবার সকালে তরপা শিমুল তলা মোড়ে জোড়া ব্রীজের নিচে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে সুমনের বড় ভাই মতিউর রহমান বেলাল বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

নিহতের স্ত্রী পারভিন বেগম বলেন, আমার স্বামী পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। এলাকার কিছু দুষ্কৃতী মানুষ আমার স্বামীকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে মাটিতে পুঁতে রেখে পালিয়েছে। আমি এর সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

মেলান্দহ মাদারগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সজল কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ