কিশোরগঞ্জের হোসেনপুরে আব্দুর রাশিদ ডিলার (৬৫) নামে এক নামাজরত মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) রাতে উপজেলার সুরাটি মাদরাসা মসজিদে এশার নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
মৃত আব্দুর রাশিদ ডিলার উপজেলার সিদলা ইউনিয়নের সুরাটি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি সুরাটি বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মৃত আব্দুর রাশিদ ডিলারের বড় জামাতা রেনু মিয়া জানান, আমার শ্বশুর রোজাদার ছিলেন। রাতে সুরাটি মাদরাসা মসজিদে এশার নামাজ পড়তে যান। দুই রাকাত ফরজ নামাজ পড়ার পরই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
সোমবার (১৮ মার্চ) দুপুর আড়াইটায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় সিদলা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান কাঞ্চন বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুর রাশিদ ডিলার এশার নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। উনি খুব ভালো মানুষ ছিলেন। দুপুরে রাশিদ চাচার জানাজায় অংশ নেবো।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ