ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা আনিসুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, বীর মুক্তিযোদ্বা আব্দুল সালেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উল্লাহ লিটন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ