শেরপুরের নালিতাবাড়িতে আব্দুল করিম (৪৫) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, বেলা সাড়ে এগারোটার দিকে আব্দুল করিম নিজের বেগুন ক্ষেতে সেচ দিতে নিজেরই বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যান। ঠিক ওই সময়ই অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জীবিত ভেবে নন্নী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের লোকজন তাকে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক মৃত বলে জানান।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ