ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

অর্ধেক মূল্যে পুনাকের খাদ্য সামগ্রী বিক্রি শুরু

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৪, ১৭:২২

মাহে রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দরিদ্র নারীদের মাঝে ২৫ টাকা কেজি চাউলসহ ১০ প্রকার খাদ্য সামগ্রী অর্ধেক দামে বিক্রি কার্যক্রম শুরু করেছে।

রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস ও উপদেষ্টা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) সপ্তাহব্যাপী সাশ্রয়ীমূল্যে এ কর্মসূচির উদ্বোধন করেন।

অর্ধেক মূল্যে ১০টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে প্রতি কেজি চাউল ২৫ টাকা, মশুর ডাল ৪০ টাকা, সোয়াবিন তেল ৮০ টাকা, চিনি ৬৮ টাকা, আলু ১৫ টাকা, পেঁয়াজ ২৮ টাকা, ছোলা ৫০ টাকা, মুড়ি ৬৪ টাকা, বেশন ৪৫ টাকা ও খেজুর ৮৫ টাকায় বিক্রি করেছে।

দরিদ্র নারীরা জানান, পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে বিক্রি করা ১০টি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আমরা খুশি।

পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গার দরিদ্র নারীদের মাঝে অর্ধেক মূল্যে সপ্তাহব্যাপী নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করা হবে।

পুলিশ নারী কল্যাণ সমিতির উপদেষ্টা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) জানান, পুনাকের এ কার্যক্রমে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রী বিক্রির প্রথম দিনেই ভালো সাড়া পেয়েছি। এ কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপর (সদর সার্কেল) আনিসুজ্জামন, ডি আই ও-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ পুলিশের কর্মকর্তা ও পুনক সদস্যরা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ