ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত আব্দুস সোবহান

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৪, ১৬:৫৬

সিরাজগঞ্জের তাড়াশের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদানের পর চির নিন্দ্রায় শায়িত করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) বিকাল ৩টার দিকে নিজ গ্রাম মাগুড়া বি‌নোদ মাদ্রাসা মাঠে জানাযার নামাজের পূর্বে গার্ড অফ অনার প্রদান করা হয়।

এ সময় গার্ড অফ অনার প্রদান করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা ও তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি) মো. নজরুল ইসলামসহ চৌকস টিম।

এরপর প্রশাসনিক ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সোবহানকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংসদ সদস্য অধাপক ডা. মো. আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও প্রভাষক মর্জিনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রাজ্জাক, মাগুরা বিনোদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহকারী অধ‌্যপক আতিকুল ইসলাম বুলবুল, পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক, মাগুরা বিনোদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান ম্যাগনেটসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ।

শনিবার ভোর ৪টার দিকে নিজ বাসভবনে না ফেরার দেশে পাড়ি জমান তি‌নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ