ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ জেলা আওয়ামী লীগের নেতারা।
শামীম হক জানান, কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ তাদের আয়ের অংশ দিয়ে নিজেদের চাহিদা মেটাতে হিমশিমে পড়তে হচ্ছে। সরকার বাজারের পণ্যের দাম নির্ধারণ করা সত্ত্বেও কিছু ব্যবসায়ী সেটা অমান্য করে তাদের ইচ্ছামতো দাম বাড়িয়ে ব্যবসা করে চলছে। তারই পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। আশা রাখি পবিত্র মাহে রমজানে এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ ৫শ টাকায় গরুর মাংস কিনে নিয়ে পরিবার পরিজনদের নিয়ে খেতে পারবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, ডাক্তারকে এম নাহিদুল হকসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমী আয়োজনে প্রথম দিন অসংখ্য ক্রেতা তাদের চাহিদা মতো মাংস কিনতে পেরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের অভিনন্দন ও সাধুবাদ জানান।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ