চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় অভিজিৎ দাশ (৩১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ ২ জন।
রোববার (১৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভিজিৎ দাশ (৩১) ফটিকছড়ির রৌশানগিরি এলাকার অঞ্জন দাশের ছেলে।
আহতরা হলেন- বাঁশখালী থানার মো. জাকারিয়ার ছেলে শাহেদুল ইসলাম (২৮) ও রাউজান থানার দীপক বিশ্বাসের ছেলে শান্তনু বিশ্বাস (২৯)।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, রাত ১টার দিকে মহাসড়কের কদম রসুল এলাকায় চট্টগ্রামগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাতনামা যানবাহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অভিজিৎ দাস মারা যান। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায় জানিয়ে খোকন চন্দ্র ঘোষ বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি ফাঁড়িতে রয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ