ঢাকা, বুধবার, ৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ২৩:৪১

চট্টগ্রামের রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় টানা তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে সন্ধ্যা ৭টা ১০মিনিটের দিকে বেসরকারি ব্যাংকের এ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। প্রথমে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে আরও দু'টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে আগুনের ঘটনা ঘটে। এ সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আছেন।’

চট্টগ্রামের ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাত সাড়ে ১০টার সময় ঢাকা পোস্টকে বলেন, আমতল এলাকার ইউসিবিএল ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করেছে। রাত ৯টা ২৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত সাপেক্ষে বলা যাবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ