ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ২২:১৭ | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ২২:২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ছিনতাই ও ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার মধ্যরাতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজারিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলাও রয়েছে বলে জানা যায়। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ