ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ডাকাতির প্রস্তুতিকালে ত্রিশালে আটক ৭

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ২২:০৩

ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়।

ত্রিশাল থানার সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির বিভিন্ন সরঞ্জামাদি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মৃত রাহাতের ছেলে রুহুল আমিন (৩২), বগুড়ার গাবতলী থানার মৃত রুহুল আমিনের ছেলে সুমন মিয়া (২৮), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মৃত আজিমুদ্দিনের ছেলে আনিছুর রহমান (৩৫), দিনাজপুরের বীরগঞ্জ থানার মৃত শুক্কুর আলীর ছেলে সোহাগ মিয়া (২৭), বগুড়ার শিবগঞ্জ থানার মৃত হাফিজের ছেলে আলা উদ্দিন (৫০), গোবিন্দগঞ্জ থানার মৃত লতিফের ছেলে জনি (২২) ও রাজশাহীর কাটাখালী থানার হামিদ হোসেন জয়নালের ছেলে বিজয় ইসলাম বাবু (২৩)।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, 'আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। ধাওয়া খেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান।'

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ