পিরোজপুরের কাউখালীতে এক ব্যবসায়ী পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ ছাড় দিয়ে রমজান সামগ্রী বিক্রি করছেন।
উপজেলা সদরের উজিয়ালখান এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন তাজুল ইসলাম নামের এক দোকানদার এমন উদ্যোগ নিয়েছেন।
যেখানে প্রতি কেজি চিনি ১৩৮ টাকা, ছোলা বুট প্রতি কেজি ৯৮ টাকা, চিড়া প্রতি কেজি ৫৬ টাকা, রুহ আফজা বড় সাইজের এক পিস ৪৭০ টাকা, ১০০ গ্রাম ইসবগুলের ভুষি ১৪০ টাকা, ১০০ গ্রাম তোকমা ৯ টাকা। এই দোকানদার খেজুরসহ প্রতিটি পণ্য অল্প লাভে বিক্রি করছেন।
দোকানদার তাজুল ইসলাম বলেন, রমজান মাস উপলক্ষ্যে রোজাদার ব্যক্তির কাছে সামান্য লাভ নিয়ে মালামাল বিক্রি করছি। এবং অসহায় রোজাদার ব্যক্তিদের কাছে অনেক মালামাল কেনা দামের চেয়ে কম মূল্য বিক্রি করছি।
আল্লাহকে খুশি করার জন্য আমি সব সময় সামান্য লাভে পণ্য বিক্রি করে থাকি বলে জানান তিনি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ