ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ১৯:৫১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের নয়া কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে লিপন রায়কে সভাপতি ও রাফিউল হোসেন সম্পদকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার (১৬ মার্চ) লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদ জামান ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, গত ২০২২ সালের ২১ জুলাই উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। দীর্ঘ সময় হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটি ছিল না। ঘোষিত কমিটির মাধ্যমে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগে গতিময় হবে এমন অভিমত স্থানীয় ছাত্রলীগের।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ