লালমনিরহাটের কালীগঞ্জে দুলাল মিয়া নামে এক কৃষকের বাড়িতে আগুন লেগে চারটি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব দুহুলী এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষক দুলাল মিয়া জানান, আমি মাঠে কাজ করছিলাম। হঠাৎ বাড়ির লোকের চিৎকার শুনে এসে দেখি আমার বাড়ির রান্নাঘরের ওপরে আগুন। পরে আমাদের চিৎকারে স্থানীরা ও ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নেভায়। আমার রান্নাঘরসহ মোট চারটা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে রাখা ধান, চাল, তামাক, নগদ টাকা সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃষক দুলাল মিয়ার ভাই ব্যবসায়ী খোকন মিয়া জানান, আমাদের পাঁচ ভাইয়ের বাড়ি একসঙ্গে। দুলাল ভাইয়ের বাড়িতে রান্নাঘরে আগুন লাগে। তার দুইটি ঘর ও হেলাল ভাইয়ের দুটি ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আদিতমারী স্টেশনের লিডার সাইদ আহমেদ জানান, আগুনে দুলাল মিয়ার চারটি ঘর, আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। সময়মত আগুন নেভানো না গেলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ