পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার গোকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী এলাকার নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান (১৫) ও রাজশাহীর বাঘার ব্যাঙগাড়ি এলাকার সোবাহান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে গোকুলনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুলের মৃত্যু হয়। এরপরে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিজানুরের মৃত্যু হয়।
গুরুতর আহত সিয়াম হোসেন (১৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবিএ মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শরিফুল ও মিজানুর মারা গেছেন। সিয়াম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ