গাজীপুরে বাজার নিয়ে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় লাইলী খাতুন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মার্চ) মহানগরীর পূবাইল থানাধীন করমতলা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার বওড়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
জানা যায়, গাজীপুরের পূবাইল থানাধীন করমতলা দক্ষিণপাড়া এলাকার আবু হানিফের বাড়িতে ভাড়া থাকতেন লাইলী খাতুন। শনিবার বেলা সোয়া ১১টার দিকে মাঝুখান বাজার থেকে কাঁচাবাজার নিয়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ দিয়ে বাসায় ফিরছিলেন তিনি। এসময় ঢাকা থেকে নরসিংদীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ