ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ১৬:৪৮

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি রামদা, একটি চাপাতি, একটি ড্যাগার, একটি লোহার শাপল, হ্যাসকো ব্লেড সহ ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. জামাল আকন (৪৫), মো. শানু হাওলাদার (৬০) ও মো. হানিফ হাওলাদার (৪৯)।

জানা যায়, তিনজনই পেশাদার ডাকাত দলের সদস্য। এদের মধ্যে জামাল আকনের বাড়ি কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে, শানু হাওলাদার ও হানিফ হাওলাদারের বাড়ি পটুয়াখালীর লাউকাঠি গ্রামে।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ