শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সেনাবাহিনীতে চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ১৬:৪১

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মকবুল হোসেন নামের ইউনিয়ন পরিষদের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

আটক মকবুল হোসেন ধোপাদহ রুদ্রগাতী গ্রামের মৃত আমির উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য।

শুক্রবার (১৫ মার্চ) র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্রে প্রতারিত একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে র‍্যাবের একটি দল সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে ইউপি সদস্য মকবুল হোসেনকে আটক করে।

এতে আরও বলা হয়, মকবুল হোসেন সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২৪ লাখসহ একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ