ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ১৬:০০

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দী কুন্দেরপাড়া (কাজহরদী) এলাকায় মরহুম শামসুল হক মাস্টার এবং ইসলাম মুন্সীর বাড়িতে পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) রাতে এ ঘটনা সংঘটিত হয়েছে।

এ সময় ধারালো চাপাতি দিয়ে ইসলাম মুন্সীর মাথায়, হাতে ও পায়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে ডাকাত দল।

জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে শামসুল হক মাস্টারের বাড়ির গেইটের তালা ভেঙ্গে ১২-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দোতলায় গিয়ে বাড়িতে অবস্থান করা মফিজুলের স্ত্রী সোনিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সকল কক্ষের আসবাবপত্র তছনছ করে। এ সময় ৬ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা নিয়ে যায় তারা। ডাকাত দল বাড়ির প্রতিটি কক্ষের আসবাবপত্র খুলে সেখানে থাকা ব্যবহৃত মালামাল তছনছ করে মেঝেতে ফেলে রেখে চলে যায়।

অন্যদিকে, আনুমানিক দেড়টার দিকে পাশের বাড়িতে দরজা ভেঙ্গে ঢুকার চেষ্টা চালায় ডাকাতদল। তখন শব্দ শুনে বাড়ির মালিক ইসলাম মুন্সী দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাকে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে জখম করে। তার স্ত্রী আছিয়াকে জিম্মি করে তার ব্যবহৃত ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়। ডাকাতরা আসবাবপত্র খোলার জন্য কক্ষে প্রবেশ করলে বাড়িতে অবস্থান করা ইসলাম মুন্সীর ছেলে একরামুল কৌশলে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে তখন ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা আহত ইসলাম মুন্সীকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ আবুল বাশার মেডিকেলে এবং পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্বজনরা।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ