ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাখ টাকার চেক পেল ফুটবলার রাজিয়ার সন্তান

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ১৫:৩৬ | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ১৫:৩৯

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাতক্ষীরার কালীগঞ্জের কৃতি ফুটবলার রাজিয়া সুলতানার পুত্র সন্তানকে এক লাখ টাকার চেক দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের প্রধান উপদেষ্টা শেখ বশির আহমেদ মামুন।

ফুটবলার রাজিয়া সুলতানা গত ১৩ মার্চ রাত ১০টার দিকে একটি পুত্র সন্তান জন্ম দেন। এরপর রাত ৩টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং এতে তার মৃত্যু হয়। ‘রাজিয়া সুলতানা নেই’- এই সংবাদে পরিবার ও সাতক্ষীরাসহ কালীগঞ্জের ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

জানা যায়, রাজিয়ার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জের ১২ নম্বর মৌতলা। ১৩ মার্চ রাত ৩টার দিকে হঠাৎ রাজিয়া স্ট্রোক করেন। হসপিটালে নেয়ার পথে ভোর ৪টায় তার মৃত্যু হয়। রেখে যান জন্ম নেওয়া ফুটফুটে একটি পুত্র সন্তান।

শিশু সন্তানটির ভবিষ্যৎ নিয়ে অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন প্রেক্ষিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের প্রধান উপদেষ্টা শেখ বশির আহমেদ মামুন শিশুটি ভবিষ্যতের জন্য শুক্রবার (১৫ মার্চ) সকালে নগদ এক লাখ টাকার চেক তুলে দেন। একই সঙ্গে ভবিষ্যতে শিশুর লেখাপড়া সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের আহ্বায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান, ফোরামের সদস্য সচিব সচিব সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান, সদস্য সাবেক ফিফা সহকারী রেফারি ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ অনেকে।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ