ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বাস চাপায় প্রাণ গেল প্রতিবন্ধী তরুণের

প্রকাশনার সময়: ১৫ মার্চ ২০২৪, ২০:২৮ | আপডেট: ১৫ মার্চ ২০২৪, ২০:৪৩

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে দ্রুতগতির বাস চাপায় নুরনবী (১৭) নামে এক প্রতিবন্ধী তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে উথলীর আমতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী উপজেলার সিংনগর গ্রামের মসজিদ পাড়ার হাসেম আলীর ছেলে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দু’ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান জানান, নুরনবী বাইসাইকেলযোগে বিকাল সাড়ে ৪টার দিকে উথলী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলো। এ সময় আমতলা নামক স্থানে প্রধান সড়কে পৌঁছালে জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী খাতুন এন্টারপ্রাইজের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ দুর্ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জীবননগর থানা পুলিশ।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ