পিরোজপুরের কাউখালীতে পঁচা ও রং মেশানো মাছ বিক্রির অভিযোগে চার মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৫ মার্চ) হাটের দিনে কাউখালী দক্ষিণ বাজারে পঁচা দুর্গন্ধযুক্ত ও রং মেশানো মাছ বিক্রির অভিযোগে চার মৎস্য ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় দুর্গন্ধযুক্ত প্রায় ৮০ কেজি পঁচা মাছ জব্দ করে তাৎক্ষণিক বিনষ্ট করা হয়।
অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন- মনু মিয়া, নুর ইসলাম, মো. সোহাগ ও ইলিয়াস সরদার।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা। তিনি বলেন, বাজারে কোনো পঁচা দুর্গন্ধযুক্ত মাছ যদি কোনো ব্যবসায়ী বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেইসঙ্গে সিন্ডিকেটের মাধ্যমে কোনো ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় মালামাল যদি বাড়িয়ে বিক্রি করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ