ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

রিসোর্টে পুলিশের হানা, আটক ১৪

প্রকাশনার সময়: ১৫ মার্চ ২০২৪, ১৯:৩৪

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা রিসোর্টে জুয়া খেলার সময় ১৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে এলেঙ্গা রিসোর্টের বিথীকা কটেজ থেকে তাদের আটক করা হয়।

এসময় ৩ লাখ ৩০ হাজার ৫২০ নগদ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস ও ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- কালিহাতী উপজেলার জোকারচর গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (৫০), মৃত ফরমান আলীর ছেলে মো. আসাদুজ্জামান (৪৪), মৃত নূর ইসলামের ছেলে ফজলু সরকার (৩৮), এলেঙ্গা রিসোর্টের কর্মচারী ও সরাতৈল গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (৪৫), মৃত ফটিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫০), কোরবান আলীর ছেলে রুবেল মিয়া (৩০), গোহালিয়াবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে মো. জুলহাস মিয়া (৩৪), মজিবর রহমানের ছেলে লোকমান মিয়া (৩৮), মাছুহাটা গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৫৭), সল্লা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৭), ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মো. সুজন মিয়া (২৪), সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের ছবের আলী প্রামানিকের ছেলে আব্দুল আলীম (৩৬), একই জেলার হাট সারটিয়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৮) ও একই জেলার বেলকুচি উপজেলার মাঝাইল গ্রামের মৃত মুসা শেখের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৩)।

এ বিষয়ে রিসোর্ট ব্যবস্থাপক মো. ফখরুল আলমের মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসাইন বলেন, সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ও আসাদুজ্জামানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলেঙ্গা রিসোর্টে জুয়ার আসর চলছিল। গোপান সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এলেঙ্গা রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৪ জুয়াড়িকে আটক করা হয়।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, আটককৃত জুয়াড়িদের নামে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ