গাজীপুরের শ্রীপুরে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় আ. দুলাল (৬০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ. দুলাল দিনাজপুরের ঠাকুরগাঁও মুড়ালীপাড়ার হোসেন আলীর পুত্র।
নিহতের শালী আনোয়ার বেগম বলেন, দুলাল ভাই কাঁচামালের ব্যবসা করতেন, অনেক কষ্টে সংসার চালাতেন। উনি আমার কাছ থেকে কিছু চাল, ডাল ও বৈদ্যুতিক পাখা নিতে আসেন। আমি সেইগুলো একটি অটোরিকশা দিয়ে মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে পাঠিয়ে দেই। পরে মহাসড়ক পার হয়ে জিনিসগুলো নিতে আসার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, দুলাল নামের ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মিনি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
নয়াশতাব্দী/এনএইচ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ