ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

১১ কিলোমিটার জুড়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২৪, ২১:৩০

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। এর মাধ্যমে প্রায় ৩ হাজার ৭শ অবৈধ আবাসিক সংযোগ, একটি ঢালাই লোহা কারখানা এবং তিনটি রেস্টুরেন্ট চলতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর কলেজ রোডসহ ৫টি স্পষ্টে এই অভিযান পরিচালনা করে তিতাস। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার উজ্জ্বল কুমার হালদার।

তিতাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত ১১কিলোমিটার অবৈধ সঞ্চালন সংযোগ বিচ্ছিন্ন করা হলো। যার মাধ্যমে প্রায় ৩ হাজার ৭শ অবৈধ আবাসিক সংযোগ, একটি লোহার ঢালাই কারখানা, তিনটি রেস্টুরেন্টে ও ১৫টি চা দোকান সংযোগ চলতো। পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে তিনি জানান।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ