লালমনিরহাটের হাতীবান্ধায় ওষুধ কোম্পানিতে চাকরিরত এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে রাকিব হাসান নামে এক কমিউনিটি চিকিৎসককে আটক করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকায় তাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে ওই নারীকে বিয়ে করেন ডা. রাকিব হাসান।
ডা. রাকিব হাসান উপজেলার দইখাওয়া স্বাস্থ্য উপ-কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
স্থানীয়দের অভিযোগ, ডাক্তার রাকিব হাসান নিয়মিত ওই নারীর বাসায় যাতায়াত করেন। বুধবার রাতে স্থানীয়রা তাকে ওই নারীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে আটক করেন। পরে ওই নারীকে বিয়ে করে ছাড়া পান ডাক্তার রাকিব হাসান।
টংভাঙ্গা ইউপি সদস্য সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, অনৈতিক কর্মকান্ডের অভিযোগ অস্বীকার করলেও, বিয়ের বিষয়টি স্বীকার করেছেন ডা. রাকিব হাসান।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ