ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সীমান্তে পাথর চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২৪, ১৬:৩৮

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত থেকে চোরাই পথে ভারতীয় কয়লা আনতে গিয়ে পাথরের চাপায় আইয়ুব আলী নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত যুবক রজনীলাইন গ্রামের মজনু মিয়ার ছেলে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে স্থানীয়রা ভারতীয় অংশে কয়লার গুহার ভেতর থেকে আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গেলে পাথরচাপায় যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে কয়লা আনতে ভারতে অনুপ্রবেশ করে পাথরের নিচে চাপা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রসঙ্গে টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান এর কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন না জানিয়ে ফোনের লাইন কেটে দেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ