সিরাজগঞ্জের তাড়াশে ঢাকা-নাটোর মহাসড়কে মাল বোঝাই ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার খালকুলা-মহিষলুটি বাজারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক মো. শরিফুল ইসলাম (৩৫) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
আহতরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ট্যাংরা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বাদল (৩০) ও তার স্ত্রী মোছা. সোমা আক্তার (২৫), অপরজন হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেনুইন গ্রামের মাসুদ রানার ছেলে মো. ইমতিয়াজ (২০)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাজশাহী থেকে একটি মাল বোঝাই ট্রাক ও সিরাজগঞ্জ থেকে আসা একটি বাসা বাড়ির মাল বোঝাই ছোট পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকসহ ৪ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বেলা ১১টার দিকে পিকআপ ভ্যানের চালক মো. শরিফুল ইসলাম মারা যান।
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন এক জনের মৃত্যু হয়েছে। আহত ৩ জন বর্তমানে সুস্থ রয়েছেন।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ